সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা। আজ বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি। ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারত বাংলাদেশের সাথে আমাদের যে বন্ধুত্ব রয়েছে বর্ডার হাটগুলোর মাধ্যমে তার আরও সুদৃঢ় হবে এবং আরও বাড়বে। বর্ডার হাট গুলোর মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। হাটগুলো স্থাপন হওয়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থান হবে। এসময় তিনি বিজয় দিবসে দেশের মানুষকে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপুর্ন একটি দিন বলে মন্তব্য করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো.এহসান শাহ প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না