সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের নির্দেশনায় তার বড় ছেলে ব্যবসায়ী রমা. মাহমুদুর রহমানের পক্ষ থেকে সাধারণ পথচারী ও পরিবহন চালকদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত ও লাচ্ছি বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত (নাসিক) ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ বিতরণ করা হয়।
তীব্র তাপপ্রবাহে সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের তৃষ্ণা মেটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিতরণের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব থাকা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেসব আলহাজ্ব মাহমুদুর রহমান।
ব্যবসয়ী ও সমাজসেবক মো. মাহমুদুর রহমান বলেছেন, এ গরমে নাজেহাল জনজীবনে একটু স্বস্তি দেবার চেষ্টা আমরা করছি। আমার পিতা থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান এর নির্দেশনায় দলীয় নেতাকর্মী নিয়ে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র চেষ্টায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা।
বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মুন্না খান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য মনা মোতাহার, মজিদ আব্দুল্লাহ, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি আরাফাত রহমান বাবু, মো. রনি ও মিঠু প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না