চুয়াডাঙ্গার দর্শনায় ডিবির মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও মাদক বহনকারী প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো.ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) মুহিদ হাসান, এসআই (নিঃ) ভবতোষ রায়, এএসআই (নি:) শ্রী রমেন কুমার সরকার, এএসআই (নি:) মো. মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামে অভিযান চালায়।
এ সময় রামনগর মাঠপাড়া বটতলায় একটি প্রাইভেট কারকে গতিরোধ করে। পরে গাড়ি তল্লাসী করে ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাজা উদ্ধার করে।
এ সময় গাড়ি হতে ফরিদপুর জেলার করিমপুর গ্রামের আঃ বারেক শেখের ছেলে মো. বাবু শেখ (২৮) ও চান মিয়া ব্যাপারীর ছেলে মো. হাসান ব্যাপারী (২৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাতেই দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না