মো. রাছেল, কচুয়া :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে কচুয়ায় নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র শেষ দিন। শেষ দিনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান জালাল, ব্যবসায়ী ও সাংবাদিক মো. রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, সাবেক জেলা পরিষদের সদস্য মো. জোবায়ের হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কুলসুমা আক্তার, চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার, সাবেক ইউপি সদস্য আমেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী খান।
আজ বৃস্পতিবার বিকালে এইসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আঃ বারিক।
উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া ও ফরিদগঞ্জে এই দুটি উপজেলায় ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসীল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ১৩ মে। ভোটগ্রহন হবে ২৯ মে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না