প্রতিদিনের নিউজ :
বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ‘কৃষ’। এর প্রথম তিনটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার পর চতুর্থ কিস্তির অপেক্ষায় হৃতিক ভক্তরা। প্রায় এক যুগ কেটে গেলেও ‘কৃষ ফোর’ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়নি। যদিও ২০১৭ সালে সিনেমাটির চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কৃষ ফোর’ নির্মিত হওয়ার কথা জানালেন।
কয়েক দিন আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছে ‘রিয়েল বক্স অফিস’ নামে আইডি থেকে। ‘কৃষ’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “সে আসছে। ‘কৃষ ফোর’।” এ পোস্টে মন্তব্য করেছেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্মতি জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘হ্যাঁ, সেৃ।’
ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, হৃতিক রোশান বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দর ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর ‘কৃষ ফোর’ সিনেমার শুটিং শুরু হবে।
২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ রোশান। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না