গৌরীপুরে আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ৫৯
এ কে আজাদ, ময়মনসিংহ:
ময়মনসিংহের গোরীপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরীপুর খাদ্যগুদাম আনুষ্ঠানিকভাবে এ ধান চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল ইসলাম, ওসি এলএসডি (শ্যামগঞ্জ) সিদ্ধার্থ শংকর তালুকদার, ওসি এলএসডি (গৌরীপুর) মোঃ বাবুল মিয়া, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জানা যায়, চলতি মৌসুমে প্রতি কেজি ৪২ টাকা দরে ৫৩৩০ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে ১০৪৮ মেট্রিক টন ধান আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহ করা হবে।