রবিউল আলম, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীর ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও লেগুনায়নায় চাঁদাবাজির অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দৈনিক উত্তলিত চাঁদার ৭ হাজার ৭ শত ৬০ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার ১৫ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজি ও মারধরের ভয়ভীতির অভিযোগে এজহার দায়ের করেন হাসেম মিয়া ওরফে হাসু মিয়া নামে এক সিএনজি চালক।
গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম রতন (৩৮), ফজলুল হক (৬৪), সেলিম(২৭), রমজান আলী (৩৮), সেলিম আহমেদ(৪৪), জান শরীফ(৫১), মিন্টু মিয়া(১৯) ও জাকির হোসেন(৪৬)। এঘটনায় পলাতক আসামিরা হলেন, সাদ্দাম(৩৩), আল-আমিন(৩৫),শাহাবুদ্দীন ওরফে জাপানি(৬০), খোরশেদ(৫০), সেলিম সিকদার ওরফে বিকাশ সেলিম(৩৪), আলম ওরফে হকার আলম (৩৫), স্বপন(৪৫)।
এজাহার সুত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র স্টেশন রোড এলাকায় অটোরিকশা, ইজিবাইক, লেগুনা ও সিএনজি স্টান্ড করে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছিল। গত ৩০ এপ্রিল স্থানীয় সিএনজি চালক হাসু মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে চক্রের সদস্যরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। এঘটনায় হাসু মিয়া থানায় লিখিত অভিযোগ দিলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার নাজির হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজীর সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করা হবে। অভিযান চলমান থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না