প্রতিদিনের নিউজে চুয়াডাঙ্গায় বৈশাখী মেলার নামে জুয়ার আসর সংবাদ প্রকাশিত হওয়ায় রাতে প্রশাসনের হানা
- আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ৬৭
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর আমতলা গ্রামীণ বৈশাখী মেলার নামে জুয়ার আসর শিরোনামে প্রতিদিনের নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পরে র্যাফেল ড্র নামে জুয়া অবৈধ লটারির টিকিট ভর্তি ২টি ও খালি ২০টি ড্রাম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ও জীবননগর থানার পুলিশের একটি চৌকস দল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এ অভিযান পরিচালনা করেন।
২৫ এপ্রিল থেকে উপজেলার মনোহরপুর আমতলা মাঠে গ্রামীণ বৈশাখী মেলার অবৈধ লটারীর টিকিট জেলার বিভিন্ন স্থানে অটো ভ্যানে করে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের আপত্তি থাকা সত্বেও কতিপয়কে ম্যানেজ করে চলছিল এ কার্যক্রম। এছাড়াও গভীর রাতে চালানো হচ্ছিল জুয়ার আসর। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে কোন কর্ণপাত বা ব্যবস্থা গ্রহণ না করলে জেলা প্রশাসককে অবহিত করা হয়। এছাড়া প্রতিদিনের নিউজে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন ব্যবস্থা গ্রহণের। জেলা প্রশাসক ড কিসিঞ্জার চাকমার নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি মেলার মাঠ থেকে ২টি টিকিট ভর্তি বাক্স ও ২০টি খালি বাক্স জব্দ করেন। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। ওই দিন রাত ১১টার দিকে টিকিটে ড্র করার কথা থাকলে থানা পুলিশের একটি দল পুরো কার্যক্রম বন্ধ করে দেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, অবৈধভাবে লটারীর টিকিট বিক্রি করার খবরে আমরা মাঠে যায়। সেখান থেকে ২টি লটারি ভর্তি ও ২০টি খালি লটারির বক্স জব্দ করে থানায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের সর্তক করা হয়েছে, তারা নিষেধ উপেক্ষা করে কার্যক্রম পরিচালনা করলে এরপর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।