মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১০:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৩৪
মমিনুল ইসলাম :
মতলব উত্তর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গতকাল সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভা মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেব, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মতলব উত্তরে ৩হাজার কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।