মোজাম্মেল হক :
চাটখিল-সোনাইমুড়ীতে ইরি-বোরো’র বাম্পার ফলনে কৃষকদের চোখে-মুখে আনন্দের হাসি। ইতোমধ্যে ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তীব্র তাপদাহে কৃষকদের স্বস্তি দিতে ছাত্রলীগ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের চাটখিল উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ধান সংগ্রহ করে কৃষকের ঘরে তুলে দিচ্ছে। কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, যথা সময়ে বৃষ্টিপাত হওয়ার ফলে পর্যাপ্ত পানি পাওয়ায় ভালো ফলন হয়েছে।
চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ আলম মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জানান, চাটখিলে চাষকৃত ৭ হাজার ৫৩০ হেক্টর জমির মধ্যে ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১ হাজার ২শ হেক্টর জমিতে উফশী জাতের ধান চাষ করা হয়। এতে ৩৫ হাজার ৪৪৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রাকৃতিক পরিবেশ অনূকুলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি উৎপাদন হবে বলে তিনি আশা করেন।
সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, সোনাইমুড়ীতে ১০ হাজার ১০ হেক্টর জমিতে ধানের চাষ হয়। এতে ৪৭ হাজার ৮৬ মেট্রিক টন্ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৪৭ হাজার ৯০ মেট্রিক টন ধান উৎপাদনের তথ্য রয়েছে। এটি আরো বাড়বে বলে তিনি আশা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না