ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ
- আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৬১
আফজাল হোসেন চাঁদ :
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি পুলিশের এই স্লোাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার সময় খুলনা হাইওয়ে পুলিশ রিজিয়নের নাভারণ হাইওয়ে থানার সামনের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার যশোর সার্কেল মো. নাসিম খান (পিপিএম)।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি এটা ভেবে সর্বদা চলাচল করবেন। আর দ্রুত চলাচল করতে গিয়ে পরিবারের নিকট না ফেরার চেয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি পরিচালনা করা ভালো। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ফিটনেস বিহীন কোনো অবৈধ্য যানবহন মহাসড়কের উপর চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কে উঠে গাড়ি পরিচালনা করতে হলে আপনার চলাচলের সকল কাগজপত্র সঙ্গে রাখুন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আইডিবিএস’র সহ-সভাপতি এবিএম নুর আলম, সাতক্ষীরা মাণিক সমিতির যুগ্ম-সম্পাদক সহিদুল ইসলাম, নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) জয়ন্ত কুমার, মফিজুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।