মোক্তার হোসেন, খুলনা :
তীব্র গরম ও তাপদাহে শ্রমজীবী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দূর্বিসহ জীবনের কথা স্মরণ করে, কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক প্রায় এক হাজার ভ্যানচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে। এ সময় সময় হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক ক্যাম্পাইন পরিচলনা করা হয়।
রবিবার (২৮ এপ্রিল) উপজেলা সদর বাজার এলাকায় ভ্যানচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চালানো হয়।
এতে উপস্থিত ছিলেন, কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সাধারণ সম্পাদক নায়মুল হুদা রনি, এসময় আরো উপস্থিত ছিল সাকিব, মাহিন উদ্দিন, সাব্বির হোসেন, রিফাত, সজীব, ফাহিম, শাহিন, রাকিবুল শুভ, নাহিদ ইসলাম, আল-আমিন
পানি ও খাবার স্যালাইন পেয়ে ২নং গ্রামের ভ্যান চালক মজিবুর রহমান বলেন, এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে খাবার পানি উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।তাদের কার্যক্রমে আমি মুগ্ধ, আগে কেহ গরমে এভাবে খাবার পানি বিতরণ করেনি।আল্লাহ'র কাছে তাদের জন্য মন ভরে দোয়া করেছি।
কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সাধারণ সম্পাদক নায়মুল হুদা রনি বলেন, তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, ভ্যানচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।গত ৩ দিনে আমরা এলাকার প্রায় পনের শত মানুষ কে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন সরবরাহ করেছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না