পাইকগাছায় অস্ত্র-গুলিসহ জিহাদী বই উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৭৪
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
খুলনার পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলিসহ জিহাদী বই উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের ছাদের উপর থেকে চটের ব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরী ২টি বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও বালতি ভর্তি ৮ টি হাত বোমা, জামায়েত ইসলামীর নামে লিপলেট সহ জিহাদী বই উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। মসজিদের উপর ভোরে ফজরের নামাজের পর মাদ্রাসার শিক্ষার্থীরা দেখলে স্থানীয় ভাবে জানা জানি হলে পুলিশ সংবাদ পাই। এসময় থানার ওসি মোঃ জিয়াউর রহমান,এসআই আনজীর হোসেন সংগীয় ফোর্স নিয়ে মসজিদের ছাদ থেকে অস্ত্র গুলি উদ্ধারের সময় চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র-গুলি ও জিহাদী বই উদ্ধার হয়। তিনি আরও বলেন, কোন সন্ত্রাসী দল বা বাহিনী নাশকতা বা খারাপ কাজে এসব অস্ত্র-গুলি জড়ো করেছিল কিনা তা অনুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।