সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বৃষ্টির জন্য প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়
- আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ৬৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৭ এপ্রিল সকাল ৮ টায় জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন জালকুড়ি মাঝপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবর রহমান সালেহী। তীব্র গরম আর সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে অংশ নিয়েছেন শত শত মুসল্লি। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
এ সময় উপস্থিত ছিলেন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু, আলহাজ¦ বায়েজিদ আহাম্মেদ, আলহাজ¦ শাকির আহাম্মেদ, জাকির হোসেন, আককাছ আলী, মোবারক হোসেন, হাজী বিল্লাল সাউদ, হাকিম নুরুল ইসলামসহ কয়েকশত মুসল্লি ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
এ সময় জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।