পাইকগাছায় গাঁজাসহ আটক-১
- আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ৬১
আজিজুল ইসলাম :
খুলনার পাইকগাছায় ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৫শ গ্রাম গাঁজা সহ ১ মহিলা মাদক কারবারিকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১ টার দিকে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের দিকনির্দেশনা মোতাবেক এস আই অমিত দেবনাথ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভাধীন শিববাটি এলাকা থেকে কয়রার হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী
জরিনা বেগম (৩৫), কে ভ্যানিটি ব্যাগে করে বহনকৃত ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।