প্রতিদিনের নিউজঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় লেগুনা ও বাসের সংঘর্ষে দুজন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের তাৎক্ষনিক ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকা এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কুলসুম (৫৫)। কুলসুমের আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী এবং অপরজন লেগুনা চালক। যার নাম-পরিচয় এখনো জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক জানান, বিকেলের দিকে রূপসী বাংলা নামে একটি বাস মহাসড়কে একটি লেগুনাকে আঘাত করে। এসময় লেগুনার চালকসহ ৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহত লেগুনা চালক গাউছিয়া এলাকায় আল রাফি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলে জানান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না