মোরেলগঞ্জে এক নেতার ঘর দখল করে নিলেন আরেক নেতা
- আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ৫৯
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার রেজিস্ট্রিকৃত জমিতে মধ্যরাতে ঘর তুলে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত মধ্যরাতে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে ঘটনাটি ঘটে। গভীর রাতে বর্তমান মেম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম মৃধার জমি দখল করে নেয় একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মো. জসিম উদ্দিন মৃধা।
জমির দখল ধরে রাখতে রাতারাতি ঘর তুলে সেখানে বসবাস শুরু করেছেন দখলদার জসিম মৃধা ও তার পরিবারের লোকজন।
রহিম মৃধা জমি দখলের আশংকায় রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দখল ঠেকাতে পারেনি।
ভুক্তভুগী যুবলীগ নেতা ওয়ার্ড মেম্বার রহিম মৃধা বলেন, ফিরোজা বেগমসহ ৬ জনের নিকট থেকে (১১) শতক জমি গত ৩ মার্চ ২০২৪ তিনি কবলা রেজিষ্ট্রি করে নেন। বিষয়টি জানার পরে রবিবার (২১ এপ্রিল) রাতে ওই জমিতে পাকা দেয়াল নির্মাণ ও ঘর তুলে দখল নেয় জসিম মৃধা।
এ বিষয় জমি দাতাদের একজন রুশিয়া বেগম বলেন, জসিম মৃধা মাত্র ২০ হাজার টাকা দিয়ে জমি কেনার জন্য (রেজিষ্ট্রিবিহীন) চুক্তি করেছিলেন।
তিনি চুক্তি ভঙ্গ করে সে দীর্ঘ ৮ বছরেরও জমি রেজিষ্ট্রি না নিয়ে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে জমি দখল নেওয়ার চেষ্টা করে, তাই তাকে না দিয়ে রহিম মৃধাকে জমি দিয়েছি।
এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা জসিম মৃধা জানান, বিবাদমান জমিটুকু কেনার জন্য ২০১৫ সালে ২০ হাজার টাকা দিয়ে বায়না চুক্তি করেছেন তিনি। পরে দাতা পক্ষ তার সাথে প্রতারণা করে রহিম মৃধাকে রেজিষ্ট্রি করে দিয়েছে।তাই তিনি ৩-৪ দিন পূর্বে জমিতে দখল নিয়েছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে ঘর তুলে জমি দখলের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।