নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুলের বিরুদ্ধে বঙ্গবন্ধু খুনিদের জান্নাত দেওয়ার দোয়া করা এবং বঙ্গবন্ধুকে অবমাননা করার জন্য পিটিশন মামলা করা হয়েছে। বারদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মানিক মিয়া নারায়ণগঞ্জ জেলা আদালতে পিটিশন মামলাটি (নং ৪১৩/২০২২) দাখিল করেন।
মোহাম্মদ শামসুর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ এর আদালতে গত ১২ ডিসেম্বর পিটিশন মামলার শুনানি শেষে মামলাটি নারায়ণগঞ্জ পিবিআই অফিসকে তদন্তের আদেশ করেন।
মামলার বাদী মানিক মিয়া জনান, আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা আশাবাদী পিবিআই সঠিকভাবে তদন্ত করে দ্রুত সময়ের ভিতরে আদালতে চার্জশীট দাখিল করবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না