ময়মনসিংহে ভূমি সেবার মানোন্নয়নে
সকলের সহযোগীতা চান এসিল্যান্ড আসাদুজ্জামান রনি
- আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৪৩
আরিফ রববানী, ময়মনসিংহ :
ময়মনসিংহ সদর উপজেলার ভূমি সেবার মানোন্নয়নের মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি প্রশাসনকে সদরবাসীর মাঝে উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ আসাদুজ্জামান রনি।
বৃহস্পতিবার সকালে তিনি ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
আসাদুজ্জামান রনি। ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হওয়ার পর তিনি প্রথমে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন।পরে পদোন্নতি দিয়ে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়। তাহেরপুরে সহকারী কমিশনার ভূমি হিসাবে দক্ষতার সাথে সহকারী কমিশনার ভূমি হিসাবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে গত ১৮এপ্রিল ময়মনসিংহ সদর উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যন্ড) হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।
ময়মনসিংহ সদরে যোগদানের পর তিনি তার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রতিটি গ্রাহকের মাঝে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা উপহার দিয়ে উপজেলাবাসীকে তাদের প্রত্যাশিত ভূমি সেবার চাহিদা পূরণে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অফিস স্টাফরা জানান, মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করছি। নবাগত এসিল্যান্ডের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, বলেন, সমাজে এটা খুবই সাধারণ ঘটনা যে ভাই-বোন উভয়েই একে অপরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে-যার ফলে হামলা, হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাই ‘যদি একটি সঠিক ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে সমস্যার সমাধান হবে,আর সে লক্ষ নিয়ে কাজ করবো যেন ভূমি সংক্রান্ত কোন ঝামেলায় সমাজে খুন-খারাবি, মারামারির ঘটনা না ঘটে।
তিনি-প্রত্যাশিত ভূমি সেবাগ্রহীতাদের হাতের মুঠোয় ভূমিসেবা প্রদানের লক্ষ্য বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয়-সাধন, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনার জন্য ‘ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং ও পর্যালোচনা সংক্রান্ত যে জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে সেই কমিটির সার্বিক সহযোগী নিয়ে ময়মনসিংহ সদর ভূমি অফিসের সেবার গুণগত মান বৃদ্ধি করে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগীতাও প্রত্যাশা করেন।
উল্লেখ্য, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা এসিল্যান্ড ছিলেন। সেখানে তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুঁড়িয়েছেন। তাহিরপুর থেকে বদলী হয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস যোগদান করেন। পরে বিভাগীয় কমিশনার তাকে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড হিসেবে পদায়ন করেন।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। সে লক্ষে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।