মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলার সদর থানার নয়াগাঁও এলাকাস্থ ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। পুলিশের ভাষ্য, শত চেষ্টার ফলেও ভিকটিমের পরিচয় সনাক্ত না হওয়ায় তারা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৯ জুলাই অনুমানিক ৬০ বছর বয়সী একজন পুরুষের মৃতদেহ মুন্সিগঞ্জের সদর থানার নয়াগাঁও এলাকাস্থ ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায় পুলিশ। ভিকটিমের শরীর আংশিক পচনের ফলে কোথাও কোনো আঘাতের চিহ্ন নিশ্চিত হওয়া যায়নি এবং তার আঙুলের চামড়া পচে যাওয়ায় পরিচয় সনাক্ত হওয়া সম্ভব হয়নি। তবে, ভিকটিম মুসলিম বংশের বলে নিশ্চিত হয়েছিল পুলিশ।
মুক্তারপু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাজ্জাদ করিম খান আরো জানান, আমরা নানাভাবে ভিকটিমের পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়েছিলাম। মৃতদেহের আঙুলের চামড়া পচে যাওয়ায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। তাই পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে দাফন কাজ সম্পূর্ণ করা হয়। অনেক চেষ্টার করেও তার পরিচয় বের করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যদি মৃত ব্যক্তির কোন নিকট আত্মীয় বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায় এবং তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয় তাহলে মুক্তারপু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সাথে (+৮৮০১৩২০১৬৪৪১০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না