নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেড (আদমজী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা) এলাকার একটি নির্মাণাধীন কারখানার নির্মাণ সামগ্রী সহ ছিনতাই হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গত ১২ ডিসেম্বর সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও বালুর মাঠ হতে ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে গেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে শিল্প (ইন্ড্রাষ্ট্রিয়াল) পুলিশ-৪ জানায়, গত ১১ ডিসেম্বর রাত অনুমান ১০ টায় আদমজী ইপিজেডস্থ একটি নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ হতে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই (লোহার সাটার) ১টি ট্রাক আদমজী গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই আসামী মো. আক্তার হোসেন (৩৫) ও মো. হৃদয় (২৫) উক্ত ট্রাকটি মালামালসহ ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী মো. দুরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল নারায়ণগঞ্জের ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাসের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে লুন্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। লুন্ঠিত মালামালের মূল্য অনুমান ২৫ লাখ ৬ হাজার ৭০০ টাকা। এই সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-২৪, তারিখ-১৩/১২/২০২২) রুজু হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না