বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক সরকার বাবুর পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মাজিদের হাতে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করা হয়। আব্দুর রাজ্জাক সরকার বাবু রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য এবং বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি এবার বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আব্দুর রাজ্জাক সরকার বাবু উপজেলার আপামর জনগণের পাশে থেকে সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন বলে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আব্দুর রাজ্জাক সরকার বাবুর চেয়ারম্যান পদে মনোনয়ণ ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সহ সভাপতি আবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য আলাল বাবু, টগর প্রামাণিক, মতলেব হোসেন, আউচপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না