রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবির হাসান (২০) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাইড়কান্দি গ্রামে রবিবার সন্ধ্যায় সোমেশ্বরী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধারকৃত আবির হাসান গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে দুর্গাপুরের কুল্লাগড়ার বাইড়কান্দি গ্রামের দূর সম্পর্কের আত্মীয়'র বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বেড়াতে আসে আবির।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীর কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি নামক স্থানে গোসলে নেমে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায় আবির। পরে স্থানীয়রা দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিস দল প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধানে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে বালুর নিচ থেকে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, আমরা সংবাদ পাওয়ার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আমাদের একটি টিম প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। পরবর্তীতে উদ্ধার কাজে অংশ নিতে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসলে উদ্ধার কাজ শুরু হয়।।দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না