আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এর মধ্যে স্বামীর সাথে স্ত্রী এবং অপর ঘটনায় স্ত্রীর সাথে স্বামীর অভিমানের কথা উঠলেও একটি ঘটনাকে হত্যাকান্ড বলে গুঞ্জন তুলেছেন এলাকাবাসি। ঘটনাগুলো ঘটেছে যথাক্রমে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় বৃহষ্পতিবার রাতে। এর মধ্যে একটি লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং অপরটি পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করে ফেলেছেন স্বজনরা।
অরো জানা যায়, শক্রবার সকালে উপজেলার দাইরাদী গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা (২৯) নামে নয় মাসের অন্তসত্তা এক গৃহবধূর লাশ তার বাসার সৌচাগার থেকে উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে হালিমা সৌচাগারে টিনের চালার আটনের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হলেও তা ঝুলন্ত অবস্থায় পায়নি পুলিশ। এলাকায় গুঞ্জন উঠেছে হালিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে।
অপর দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামের মৃত মালেকেওে ছেলে মামুন (৩৫) বুধবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বৃহষ্পতিবার রাতে আবার তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়ীতেই মৃত্যু বরণ করেন। তার লাশ পুলিশকে না জানিয়ে তরিঘরি করে দাফন করে ফেলেছেন স্বজনরা। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বিষয়টি পুলিশের অবগত নাই।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিৎ হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সালাউদ্দিন পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র জানায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না