রবিউল আলম, গাজীপুর :
গাজীপুরের পূবাইলের সাতপোয়া এলাকায় নেক্সট কম্পোজিটে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিলে) রাত সাড়ে দশটার দিকে কারখানাটির কাটিং সেকশনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে গাজীপুর থেকে আরও তিনটি ইউনিট ৫০মিনিটের বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টঙ্গীরফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাজেদুল কবির জোরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুরের পূবাইলের সাতপোয়া এলাকায় নেক্সট কম্পোজিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ৫০মিনিটের বেশি সময়ের চেষ্টায় রাত সাড়ে এগারোটায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না