রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় ঈদ বাজারের অস্থিরতায় তীব্র যানজটে সৃষ্টি হয় জনদূর্ভোগ। আর এ দূর্ভোগ কমাতে শহরের মুল পয়েন্টগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
এদিকে যানজট নিরসন করতে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান নিজেও ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করেন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে ঈদ বাজার পরিদর্শন শেষে মীরের বাজার চৌরাস্তায় ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে যানজট নিরসনে কাজ করেন তিনি। একজন ওসি হয়ে সড়কে নেমে যানজট নিরসন করতে তার এ প্রচেষ্টা রীতিমতো প্রশংসিত করেছে সাধারন মানুষ।
এ সময় কয়েকজন পথচারীদের সঙ্গে কথা হলে তারা জানান, ঈদের সময় বাজারঘাটে মানুষের উপস্থিতির সঙ্গে যান চলাচল বৃদ্ধি পায়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। মুলত যানজট নিরসন ট্রাফিকের লোকজন নিরলস পরিশ্রম করে। কিন্তু আজ দেখছি থানার ওসি নিজে এসে সড়কে যানজট কমাতে কাজ করছেন। এটা মুলত খুব একটা দেখা যাইনা। ওসি সাহেবের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসিত।তবে মিরের বাজারে অটোরিকশা সিএনজি লেগুনা না থাকায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গাজীপুর মিরের বাজার দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক সিদ্দিক উর রহমান বলেন, পুলিশ কমিশনারের নির্দেশনা আমরা যৌথভাবে রমজানের প্রথম থেকেই সড়কের প্রধান পয়েন্টগুলোতে কাজ করে যাচ্ছি যেন তীব্র যানজটে মানুষের ভোগান্তি না হয়। তবে আজকে ওসি নিজে এসে যানজট নিরসনে কাজ করছেন আমাদের সাথে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না