প্রতিদিনের নিউজ :
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) যোগদান করেছেন। সোমবার, ৮ এপ্রিল মন্ত্রণালয়ে যোগদানের পর রাজউক চেয়ারম্যান ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রাজউক সভাকক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।
পরিচিতি সভায় রাজউকের নতুন চেয়ারম্যান বলেন, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হল এর জনবল। মানবসম্পদকে কাজে লাগিয়ে কীভাবে সেবা প্রতাশীদের ভালো সেবা দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট কর্মীবাহিনী। স্মার্ট বাংলাদেশের এজেন্ডাকে ধারণ করে, সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সব কর্মচারীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সব সদস্য, উইং প্রধান এবং উপপরিচালক সমমর্যাদা ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না