এনায়েত করিম রাজিব :
পবিত্র রমজান মাসে রমজানের মহত্ত্ব এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম তালুকদার এর সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, সিনিয়র সহ-সভাপতি সাইফুজ্জামান রিপন ও সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম-সম্পাদক আরিফ তালুকদার, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি, নির্বাহী সদস্য আল- আমিন, তথ্য প্রযুক্তি সম্পাদক টি এম মনির হোসেন, তরিকুল ইসলাম মিনা ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আব্দুল হাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না