ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৯৪
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল এর সাথে মতবিনিময় সভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা রানী মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সামাউল ইসলাম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দীন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি সহ আরো অনেকে। মতবিনিময় সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আসন্ন বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
অপর দিকে বেলা দেড়টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কর্মচারীবৃন্দ।