ভবানীগঞ্জ নিউমার্কেটে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১২৭
বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেটে শেষ সময়ে জমে উঠেছে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা। বাগমারার প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবানীগঞ্জ নিউমার্কেট।
ভবানীগঞ্জ নিউমার্কেট গড়ে উঠেছে নতুন নতুন সব ব্যবসা প্রতিষ্ঠান। সৃষ্টি হয়েছে কয়েক শত মানুষের কর্মসংস্থান। প্রতিটি দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পাল্টে গেছে মানুষের জীবনযাত্রার মান। বাগমারাসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষ এখন কেনাকাটা করতে আসেন এই নিউমার্কেটে।
এনা গ্রপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভবানীগঞ্জ নিউমার্কেট এখন বাগমারাবাসীর অহংকার। বাগামারার বিভিন্ন এলাকাসহ আশ পাশের এলাকার শত শত মানুষ প্রতিদিন এই মার্কেটে আসছেন ঈদের কেনাকাটা করতে।নিত্যপণ্যের প্রায় সবকিছুই এখানে মিলছে সুলভ মূল্যে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন তৈরি পোশাক ও কসমেটিক দোকানে কেনাকাটা জমজমাট হয়ে উঠেছে। বসে নেই বিভিন্ন টেইলারিং হাউজগুলোও। হরদম পরিশ্রম করে যাচ্ছেন টেইলার্সের কারিগর ও কর্মচারীরা। ইতোমধ্যে অনেক টেইলার্স নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে।
উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের ইমরান বস্ত্র বিতান, আনন্দ টেইলার্স, ফায়সাল বস্ত্রবিতান, ওয়ারেশ গার্মেন্টস, কমেলা গার্মেন্টস, শাপলা টেইলার্স সহ বিভিন্ন দোকান গুলোতে উপছে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।বেশির ভাগ ক্ষেত্রে মহিলা ক্রেতাদের পাশাপাশি ছোট সোনামনিদের ভিড় লক্ষণীয়। ঈদের আর বেশি দিন না থাকায় বিক্রি বৃদ্ধি পেয়েছে।
কলেজ শিক্ষক বেলাল উদ্দীন জানান, ঈদুল ফিতর হচ্ছে আমাদের অত্যান্ত খুশির দিন। ঈদে নতুন নতুন পোশাক পরিধান করে সকলে মিলে আনন্দ করবো। তাই ঈদের কেনাকাটা শেষ করলাম।
ওয়ারেস গার্মেন্টসের মালিক ড.ওয়ারেশ আলী বলেন, রোজার শুরুতে তেমন বিক্রয় হয়নি। এখন আগের চেয়ে ক্রেতার সংখ্যা বেড়েছে। অন্য বছরের মতো এবার পোশাকের দাম বৃদ্ধি পাইনি। অন্য সময়ের চেয়ে রোজার ঈদে বিক্রয় ভালো হয়। আশা করছি এবারও বেচাবিক্রি ভালো হবে।
ভবানীগঞ্জ নিউ মার্কেটের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ঈদুল ফিতরের দিন ঘনিয়ে আসায় প্রতিটি দোকানে বিক্রয় বৃদ্ধি পেয়েছে।শেষ সময়ে এসে ব্যাপক হারে ক্রেতার আগমন ঘটেছে। ভবানীগঞ্জ নিউ মার্কেটের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।