ষ্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি ১০ কেজি করে ৪১৪০জনকে চাল দেওয়া হচ্ছে।
শনিবার (৬এপ্রিল) সকালে ঘাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান।
এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সাজিয়া আক্তার, ইউপি সচিব মনিরা ইয়াসমিনসহ ঘাগড়া ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, এবার ৪১৪০ জনকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। একজন সুবিধাভোগী যেন ১০ কেজি চালই পায় সেটা আমি সব সময় নিশ্চিত করি। এছাড়া গ্রামের গরীব মানুষের সুবিধার কথা বিবেচনা করে নিজ খরচে ব্যাগ কিনে তাতে চাল দেই। এতে করে চাল নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তালিকার বাইরে থাকা গরীব কয়েকজন এসেছেন তাদের কিছু নগদ টাকা দিয়ে দিচ্ছি। যেন তারা ঈদটা একটু স্বস্তিতে করতে পারেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বিতরণের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না