এনায়েত করিম রাজিব :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, বাগেরহাটের মোরেলগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ মো. শাহবুদ্দিন তালুকদার (৬৭)। ইন্নালিল্লাহী অ-ইন্না ইলাইহি রাজীউন। বিকাল ৩টায় মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কেলেজ মাঠে তাঁর জানাজায় সকল শ্রেনী পেশার মানুষের ঢল।
শুক্রবার ভোর ৬টা ৩০ মিনিটে পৌর শহরের বাঁশগাড়ী গ্রামের নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অনেক আত্মীয় স্বজন গুনগ্রহী রেখে গেছেন।
এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতা কর্মীরাসহ সর্বস্তরের জনতা ভীড় জমায় তার বাড়িতে। মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে তার জানাজায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে সকল শেণি পেশার মানুষ জড় হতে থাকে। বিকাল ৩টায় তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমায়িত করা হয়।
রাজনৈতিক ও কর্মময় জীবনে মো.শাহবুদ্দিন তালুকদার ছিলেন, একজন দক্ষ শিক্ষক, রাজনীতিবিদ, সকলের প্রিয় একজন জনপ্রতিনিধি।
তিনি উপজেলা আওয়ামী লীগে বহু বছরের যাবত সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। পেশায় ছিলেন তিনি একজন শিক্ষক, ২০১৮ সালে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন এ আওয়ামী লীগ নেতা। মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে এ আওয়ামী লীগ নেতা মো. শাহবুদ্দিন তালুকদারের মৃত্যুতে পৃথক পৃথক ভাবে শোক বিবৃতিতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ, এম বদিউজ্জামান শোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, এমদাদুল হক, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ রাজনৈতিক, সামজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না