১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অবশেষে ছাড়পত্র পেল পূজা ও আদর এর অভিনীত সিনেমা ‘লিপস্টিক’

প্রতিদিনের বিনোদন :
  • আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • / ৮৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

অবশেষে ছাড়পত্র পেল আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।
জানা গেছে, গত রোববার সেন্সরে জমা পড়ে ছবিটি। সোমবার সেন্সর কমিটি দেখে তিনটি জায়গায় সমস্যা দেখে। সেন্সর ছাড়পত্র পেতে ছবির তিনটি জায়গা সংশোধনী চায় সেন্সর বোর্ড। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশোধন করে মঙ্গলবার পুনরায় জমা দেওয়া হয় ছবিটি। বুধবার আবার দেখে ছবিটির সেন্সর সনদ দিয়েছে সেন্সর কমিটি।
সেন্সর সনদ পাওয়ার ব্যাপারে ছবির অন্যতম প্রযোজক ও নায়ক আদর আজাদ বলেন, ‘বড় কোনো সমস্যা ছিল না। কয়েকটি জায়গায় অল্প কিছু সংশোধনী দিয়েছিল সেন্সর বোর্ড। আমরা পরের দিনই তা সংশোধন করে জমা দিয়েছিলাম। বুধবার দুপুরে ছবিটি পুনরায় দেখে সেন্সর বোর্ড। বিকেলেই সেন্সর সনদ দিয়েছে তাঁরা। এখন মুক্তিতে আর কোনো সমস্যা নেই।
শেষ পর্যন্ত ছবিটি এই ঈদে মুক্তি পাচ্ছে কি না—জানতে চাইলে আদর বলেন, এই ঈদেই মুক্তি পাবে।
সেন্সরে একটু সমস্যার কারণে প্রথমে মুক্তি নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। এখন সনদ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এটি চূড়ান্ত, এই ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। হল বুকিংয়ের জন্য পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্বও দিয়েছি।
হল সংখ্যা কম, সিনেমা বেশি। কতগুলো হলে মুক্তি পেতে পারে ছবিটি? এ ব্যাপারে ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘হল বুকিং শুরু হয়ে গেছে। প্রত্যাশা করছি, সিনেপ্লেক্সসহ ৩০টির মতো হলে মুক্তি পেতে পারে আমাদের ছবিটি।
এরই মধ্যে ছবির প্রকাশিত ‘বেসামাল’ আইটেম গানটি বেশ আলোচনায় আছে। রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

অবশেষে ছাড়পত্র পেল পূজা ও আদর এর অভিনীত সিনেমা ‘লিপস্টিক’

আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

অবশেষে ছাড়পত্র পেল আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।
জানা গেছে, গত রোববার সেন্সরে জমা পড়ে ছবিটি। সোমবার সেন্সর কমিটি দেখে তিনটি জায়গায় সমস্যা দেখে। সেন্সর ছাড়পত্র পেতে ছবির তিনটি জায়গা সংশোধনী চায় সেন্সর বোর্ড। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশোধন করে মঙ্গলবার পুনরায় জমা দেওয়া হয় ছবিটি। বুধবার আবার দেখে ছবিটির সেন্সর সনদ দিয়েছে সেন্সর কমিটি।
সেন্সর সনদ পাওয়ার ব্যাপারে ছবির অন্যতম প্রযোজক ও নায়ক আদর আজাদ বলেন, ‘বড় কোনো সমস্যা ছিল না। কয়েকটি জায়গায় অল্প কিছু সংশোধনী দিয়েছিল সেন্সর বোর্ড। আমরা পরের দিনই তা সংশোধন করে জমা দিয়েছিলাম। বুধবার দুপুরে ছবিটি পুনরায় দেখে সেন্সর বোর্ড। বিকেলেই সেন্সর সনদ দিয়েছে তাঁরা। এখন মুক্তিতে আর কোনো সমস্যা নেই।
শেষ পর্যন্ত ছবিটি এই ঈদে মুক্তি পাচ্ছে কি না—জানতে চাইলে আদর বলেন, এই ঈদেই মুক্তি পাবে।
সেন্সরে একটু সমস্যার কারণে প্রথমে মুক্তি নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। এখন সনদ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এটি চূড়ান্ত, এই ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। হল বুকিংয়ের জন্য পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্বও দিয়েছি।
হল সংখ্যা কম, সিনেমা বেশি। কতগুলো হলে মুক্তি পেতে পারে ছবিটি? এ ব্যাপারে ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘হল বুকিং শুরু হয়ে গেছে। প্রত্যাশা করছি, সিনেপ্লেক্সসহ ৩০টির মতো হলে মুক্তি পেতে পারে আমাদের ছবিটি।
এরই মধ্যে ছবির প্রকাশিত ‘বেসামাল’ আইটেম গানটি বেশ আলোচনায় আছে। রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন