প্রতিদিনের বিনোদন :
ছোটপর্দার পরিচিত মুখ ইফফাত আরা তিথি। কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। কাজের পরিধিই এনে দিয়েছে তার সুনাম। আসছে ঈদুল ফিতরের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজ দিয়ে তিনি এবার ঈদে ছক্কা মারবেন। মানে ঈদে তিথি ৬টি নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন।
এই নাটকগুলোর অধিকাংশতেই তিথির সহ-শিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা যাহের আলভী। এছাড়া এখনো বেশ কিছু নাটকের শুটিং চলছে। নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী তিনি। অভিনেত্রীর ভাষ্য, নিজের সর্বোচ্চ কারিশমা দর্শকদের দেখাতে পারবেন তিনি। নাটকগুলোতে থাকছে ভিন্ন চরিত্র এবং ভিন্ন গল্প। ট্রেন্ডি গল্প থেকে বের হয়ে গল্প নির্ভর কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথি বলেন, আমি শুরু থেকেই কম কাজ করি তবে সেগুলো যেন দর্শকদের মাঝে আনন্দ দেয় সেই চিন্তা করেই করি। আমার কাজে যেন দর্শক প্রশংসা করে। আমি কাজ করি দর্শকদের জন্য। দর্শক আমাকে গ্রহণ করেছে বলেই আজকে আমি নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছি। আশা করি ঈদের নাটকগুলো দর্শক পছন্দ করবে।
আসছে ঈদে ইফফাত আরা তিথি অভিনীত নাটকগুলো হলো বিচার, সেলফোনে বৃষ্টি, সাধারণ পরিবহন, খাদক, গাইয়্যা, ভাবির ভাতের হোটেল উল্লেখযোগ্য।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না