দর্শনায় ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৯১
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার ডিবির হাতে ৪ হাজার পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দর্শনার মাদককারীর সদস্য গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, এএসআই (নিঃ) মোঃ আবু আল-ইমরান, এএসআই (নিঃ) মো. রজিবুল হক, এএসআই (নিঃ) সাদিকুর রহমান সহসঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার জিন্নাতপুর টু মাখালডাঙ্গা সড়কের মোড়ে এক অভিযান চালায়।
এ সময় দর্শনার হাজীপাড়ার আবু বাক্কার ছেলে মোঃ মনির হোসেন (২৪) কে গতিরোধ করে তার দেহ তল্লাসী করে। পরে তার দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।