মো. জাবেদ হোসেন :
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে চাঁদপুর নৌ থানা অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১২ জেলেকে আটক করেছে।
রবিবার, ৩১ মার্চ দুপুরে নৌ পুলিশের জানা যায়, মেঘনা নদীতে অভিযান পরিচালনাকালে সদর উপরজলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকা থেকে ১৭২জন জেলে আটক হয়। তাদেরমধ্যে ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদেরকে পরিবারের কাছে হস্তাান্তর করা হয়। আটক ১২ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে দুইটি নিয়মিত মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকৃতরা হলেন, টিটু তফাদ্দার (৩৫), মো. জসিম উদ্দিন (৩০), মো. ইয়াছিন (২০), নুর আলম (৩৮), রেজাউল মোল্লা (২২), আজিম বকাউল (২৬), মামুন ভুইয়া (২২), আবুল হোসেন বকাউল (৬০), মো. আরিফ (৩০), মঈনুদ্দিন (১৯), রমজান আলী (১৪), মো. হাছিব (১৩)।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশের নিয়মিত অভিযানে ১২ জেলেকে আটক করা হয়। তাতের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না