সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেকে পরোয়ানাভুক্ত সহ চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। এর আগে গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দিবারাত্রি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সিদ্ধিরগঞ্জ কদমতলি ভুঁইয়া পাড়া এলাকার মোঃ সিজানের ছেলে মোঃ সোহাগ (১৮), একই এলাকার মোঃ আলী ভুঁইয়ার ছেলে সাইদুল ভুঁইয়া (২০), গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত জালাল হোসেনের ছেলে মোঃ তুহিন (২৬), ক্যানেলপাড় এলাকার হাজী মোঃ খোরশেদ আলমের ছেলে সাখাওয়াত হোসেন সৌরভ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতেদর মধ্যে দুজন পরোয়ানা ভুক্ত, একজন মাদক ও আরেকজন অপহরণ মামলার আসামি।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালত পাঠানো হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না