বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভোক্তার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
নিম্মমানের জুতা উচ্চমূল্যে বিক্রির দায়ে অভিযোগের ভিত্তিতে রুমা সু ষ্টোরকে ১০ হাজার, নিম্মমানের পন্য রাখার দায়ে রায়হান ষ্টোরকে ২ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল আল- মদিনাকে ৩ হাজার, মানদন্ড অপরাধে হাবিবুর রহমান মুন্সীর মালিকানাধীন মৌসুমী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকারী অর্থায়নে নির্মিত রায়েন্দা বাজারের পূর্ব মাথার টলসেড দখল মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না