০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘তুফান’ নতুন লুকে শাকিব খান

প্রতিদিনের বিনোদন :
  • আপডেট সময় : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ১১৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

শাকিব খানের জন্মদিনের ঠিক একদিন আগে দুর্দান্ত লুকে হাজির হলেন সুপারস্টার। মঙ্গলবার থেকেই নির্মাতা রায়হান রাফীর ফেসবুক দেয়ালে একটি ‘বিশেষ ঘোষণা’ দেখা যায়! ঘোষণা না বলে বরং বলা ভালো, একটি ঝড়ো তুফানের পূর্ভাবাস! সেখানে সবাইকে নিরাপদে থাকার কথাও উল্লেখ করেন! সেই পূর্ভাবাসের মানে বোঝা গেল বুধবার ২৭ মার্চ বিকেলে!
এদিন এই নির্মাতা প্রকাশ করলেন তার আসন্ন সিনেমা ‘তুফান’ এর ফার্স্ট অফিশিয়াল লুক! তার জন্যই দু’দিন ধরে এই নাটুকে কায়দার আশ্রয় নেয়া! আর হঠাৎ ‘তুফান’ এর এই ফার্স্ট লুক প্রকাশের তাগিদ মূলত অন্য কারণে!
২৮ মার্চ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এই তারকার বিশেষ দিন সামনে রেখে তাকে চমকে দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে ‘তুফান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাতা রাফী।
বুধবার বিকেল চারটার দিকে রাফী ‘তুফান’ এর লুক পোস্টার প্রকাশ করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। যে পোস্টারটিতে দুর্দান্ত লুকে ধরা পড়েন শাকিব।
হাতে জ্বলন্ত সিগারেট, লম্বা কার্লি চুলে চোখে রোদ চশমা, গলায় লকেট। দুর্দান্ত লুকে তিনি বসে আছেন সোফায়! ঠিক পাশেই মেশিনগান! এমন গোমট আবহে কারো বুঝতে বাকি নেই, ‘তুফান’-এর মাধ্যমে এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন ‘প্রিয়তমা’ তারকা! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও যায়।
যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। রাফী আগেই জানিয়েছেন, ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

‘তুফান’ নতুন লুকে শাকিব খান

আপডেট সময় : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

শাকিব খানের জন্মদিনের ঠিক একদিন আগে দুর্দান্ত লুকে হাজির হলেন সুপারস্টার। মঙ্গলবার থেকেই নির্মাতা রায়হান রাফীর ফেসবুক দেয়ালে একটি ‘বিশেষ ঘোষণা’ দেখা যায়! ঘোষণা না বলে বরং বলা ভালো, একটি ঝড়ো তুফানের পূর্ভাবাস! সেখানে সবাইকে নিরাপদে থাকার কথাও উল্লেখ করেন! সেই পূর্ভাবাসের মানে বোঝা গেল বুধবার ২৭ মার্চ বিকেলে!
এদিন এই নির্মাতা প্রকাশ করলেন তার আসন্ন সিনেমা ‘তুফান’ এর ফার্স্ট অফিশিয়াল লুক! তার জন্যই দু’দিন ধরে এই নাটুকে কায়দার আশ্রয় নেয়া! আর হঠাৎ ‘তুফান’ এর এই ফার্স্ট লুক প্রকাশের তাগিদ মূলত অন্য কারণে!
২৮ মার্চ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এই তারকার বিশেষ দিন সামনে রেখে তাকে চমকে দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে ‘তুফান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাতা রাফী।
বুধবার বিকেল চারটার দিকে রাফী ‘তুফান’ এর লুক পোস্টার প্রকাশ করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। যে পোস্টারটিতে দুর্দান্ত লুকে ধরা পড়েন শাকিব।
হাতে জ্বলন্ত সিগারেট, লম্বা কার্লি চুলে চোখে রোদ চশমা, গলায় লকেট। দুর্দান্ত লুকে তিনি বসে আছেন সোফায়! ঠিক পাশেই মেশিনগান! এমন গোমট আবহে কারো বুঝতে বাকি নেই, ‘তুফান’-এর মাধ্যমে এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন ‘প্রিয়তমা’ তারকা! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও যায়।
যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। রাফী আগেই জানিয়েছেন, ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন