তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের আয়োজনের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিতে বক্তব্য রাখেন শরীফ আহমেদ এমপি।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আবুল কাশেম, মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না