মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোকসেদা আক্তার জান্নাতি গত তিন মাস আগেও সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। কৃতি এই শিক্ষার্থীর ছিল ফুটবল খেলায়ও ব্যাপক পারদর্শিতা, চাঁদপুর জেলা স্টেডিয়ামে খেলেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট।
হঠাৎ করেই তার গায়ে বাসা বেঁধেছে জটিল কিডনি রোগ। ডাক্তার জানিয়েছে তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে ডায়ালাইসিস সহ চিকিৎসা চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাভাবে সেটিও বন্ধ হবার উপক্রম, গতকাল বাড়িতে নিয়ে আসা হয়েছে জান্নাতি কে।
তার মায়ের কিডনি তাকে দান করার কথা থাকলেও, কিডনি দানের যেই পূর্ব প্রক্রিয়া সেটি করতেও প্রয়োজন ২ থেকে ৩ লাখ টাকা। দিনমজুর বাবার যে সেই সাধ্য নেই। এমতাবস্থায় ভিটে-মাটি বিক্রির কথা আসলেও সেই ভিটেমাটিুকু পর্যন্ত নেই তাদের। পশ্চিম একলাশপুর মেঘনা- ধনাগোদা বেরিবাদের খাস জমিতে একটি ঝুপড়ি ঘরে বসবাস তাদের।
এমতাবস্থায় এলাকাবাসী, বিভিন্ন সংগঠন এগিয়ে আসলেও তার চিকিৎসার প্রাথমিক পর্যায়ে শুরু করবার অর্থ জমা হয়নি হাতে। প্রয়োজন সকলের সহায়তা।
অনেক প্রবাসী এবং সমাজে উচ্চবিত্ত অনেকেই রয়েছেন যাদের সহযোগীতায় বেঁচে যেতে পারেন জান্নাতি। একটি আলো এভাবে নিভে যাক সেটি কখনোই প্রত্যাশা নয়।
জান্নাতির বড় ভাই জুম্মানের বিকাশ নাম্বারে অর্থ পাঠিয়ে সহযোগীতা করুন-০১৯৫৬৮০৭৬৯.
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না