প্রতিদিনের খেলাধুলা :
জয়ের লক্ষ্য ৫১১ রানের। বড় লক্ষ্য তাড়ায় মাঠে নেমে দৃষ্টিকটু ব্যাটিংয়ে ৫ উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই উইকেট হারালো বাংলাদেশ। এতে বড় হারের দ্বারপ্রান্তে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট বিলিয়ে দিলেন তাইজুল ইসলাম। কাসুন রাজিথার অফসাইডে করা বল ভেতরের দিকে গিয়ে তাইজুলের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদন জানান লঙ্কান পেসার। আম্পায়ার আঙুল তুলে সায় দিলে রিভিউ নেন তাইজুল। তাতে কাজ হয়নি। রিভিউতে দেখা যায়, বল আঘাত করেছে তাইজুলের লেগস্টাম্পে। ১৫ বলে ৬ রান করে ফিরলেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৫২ রান। মমিনুল হক ১০ আর মেহেদি হাসান মিরাজ অপরাজিত আছেন ০ রানে।
গতকাল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ের আউটটা তবু মানা যায়। বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন এই ওপেনার (০)। রিভিউ নিয়েও কাজ হয়নি।
তবে অধিনায়ক শান্ত যেভাবে আউট হলেন, সেটাকে দায়িত্বজ্ঞানহীনতা বলতে হবে এক কথায়। কাসুন রাজিথার অফস্টাম্পের অনেক বাইরে বলে ড্রাইভ খেলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে আসেন শান্ত (৬)।
অধিনায়কের দেখানো পথ ধরে জাকির হাসান, শাহাদাত হোসেন দিপুরা দ্রুতই ফিরেছেন। জাকির আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন, তবে সেই আত্মবিশ্বাসী ইনিংসটা থেমেছে ১৯ রানেই। লাহিরুর কুমারার বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন জাকির।
শাহাদাত হোসেন দিপুও সুইংয়ে বিভ্রান্ত। বিশ্ব ফার্নান্ডের বলে ব্যাট ছুঁইয়ে দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শূন্য করেই। ঠিক পরের বলেই লিটন দাস যেভাবে খেললেন, চোখ কপালে ওঠার মতো।
দলের বিপর্যয়ে হাল ধরবেন কি, ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন লিটন। ফল যা হওয়ার তাই হয়েছে, বল সোজা উঠে যায় আকাশে। সহজ ক্যাচ নেন ম্যাথিউস। গোল্ডেন ডাক লিটনের। ৩৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না