পূবাইলে আগুনে পুড়ল দোকান
- আপডেট সময় : ০৮:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৪১
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ডের মীরের বাজার টু উলুখোলা রোডের বিন্দান বাদুরতলা ব্রিজ এলাকায় আজ রবিবার (২৪মার্চ) দুপুরে আগুনে পুড়ে গেছে একটি দোকান
খোজ নিয়ে জানা গেছে, স্থানীয় জামুর উদ্দিন মোল্লার ভেরাইটিজ স্টোরে এ আগুনের ঘটনা ঘটে, আগুনে পুড়ে গেছে দোকানের অবকাঠামো সহ সকল মালামাল, দোনাক মালিক সুত্র জনায় দোকানে অনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, সকালে দোকানদার এর ছেলে শহিদুল মোল্লা দোকান বন্ধ করে বাসায় চলে আসে, দোকান মালিক জানায়, দুপুরে এক অটো ড্রাইভার আমাদের জানায় ব্রিজের পাসের দোকানে আগুন লেগেছে, সেই খবরে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার দোকানে আগুন, আগুনের খবরে ঘটনাস্থলে ছুটে আসে টংগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, তবে তার আগেই দোকান মালিক ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে, এমন খোলা জায়গায় কি ভাবে আগুন লাগল এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।