আন্তর্জাতিক ডেস্ক,প্রতিদিনের নিউজঃ-
ইতালির একটি শপিংমলে এক ব্যক্তির ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইংল্যান্ডের ফুটবল ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিসহ ৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, পাবলো মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু। মারি হাসপাতালে আছেন ভালো আছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না