মতলব উত্তরে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত-৩
- আপডেট সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৯৮
মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকার মেঘনা ধনাগোদা বেরি বাঁধের উপরে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বেলা ৩ টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর হোসেন (৪৫)। তিনি উপজেলার নবুর কান্দি গ্রামের মৃত শহিদউল্ল্যা প্রধানের ছেলে।
আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিকে জব্দ