সিদ্ধিরগঞ্জে উদয় স্মৃতি ঈদগাহ মাঠে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপণী দিনের মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের এসও মন্ডল পাড়ায় ঐতিহ্যবাহী উদয় স্মৃতি ঈদগাহ মাঠে ২২ ও ২৩ মার্চ শুক্র ও শনিবার ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপণী দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বাদ জোহর এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম হাজী লালমিয়া স্মৃতি ফাউন্ডেশনের।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন মুফতি আরিফ বিন হাবিব (শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া আরাবিয়া ঢাকা লালবাগ) আরো ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি নাজমুল হক নোমানী, মুফতি আব্দুল্লাহ আল মামুন ফরিদপুরী, মুফতি জাকির হোসাইন, মুফতি মোবারক করিম আশরাফী ও মুফতি সাঈদ আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল, সুমিল পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহাম্মদ সরদার, মোফাজ্জল মুন্সি, হাজী মোহাম্মদ রশিদ খাঁন, সাইদুল ইসলাম মন্ডল, আনিছুর রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন, জাহিদুল ইসলাম মন্ডল, বাপ্পি ভূইয়া, আল-আমিন আকাশ মন্ডল, অহিদুল ইসলাম মন্ডল ও তৌহিদুল ইসলাম মন্ডল প্রমূখ।