আঃ আলিম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার (২০ মার্চ) সকালে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল ছিন্নমূল আদিবাসীদের নিয়ে পএিকা টেলিভিশনে তাদের কথা তুলে ধরা, আদিবসির সরকারি জমি থেকে যাতে তাদের উচ্ছেদ না করা, পীরগঞ্জ পৌর শহরে হঠাৎ পারা নামক স্হানে একটি ছোট কাঠের সেতু স্হাপন হলেও সেটি এখন নষ্টের পথে সেটি নষ্ট হয়ে গেলে ১০০ টি পরিবার নদী পারাপার বন্ধ হয়ে যাবে মর্মে সেটি সংস্করণ করা, নতুন করে সেতু নির্মাণ যাতে হয় সে ব্যাপারে পএিকায় লেখনির মাধ্যমে তুলে ধরা এবং স্হানীয় প্রশাসন এবং সরকারের যাতে নজরে আসে সে ব্যাপারে সরকারের নজরে আসার জন্য পএিকায় লেখালেখি করা।
রঘুনাথপুর কমিউনিটিতে যাতায়াতের ৫টি পরিবারের রাস্তা বন্ধ করে দেয় প্রতিপক্ষ ফলে ঐ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে, পৌর মেয়র বরাবর আবপদন করা হলেও সমাধান না পাওয়া, আদিবাসীদের স্বশাসন ঘাটের জায়গা বেদখলে নেওয়া সহ আর অনেক সমস্যা নিয়ে আলোচনা সভায় সমস্যাগুলো উঠে আসে।
আলোচনা সভায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুল সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল,পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাজধানী টেলিভিশন এর ঠাকুরগাঁও প্রতিনিধি আঃ আলিম কলকাতা টেলিভিশন এর প্রতিনিধি মুনছুর আহম্মেদ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, আদিবাসী প্রতিনিধি শুভ হেমরন, ট্রুডু মারডি, ললিত, প্রমুখ। সভা পরিচালনা করেন ইএসডিও’র ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না