রামপালে ‘মানবতার পাশে আমরা’ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৯৬
এনায়েত করিম রাজিব :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৭ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষে থেকে বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বাইনতলা ইউনিয়নের ১০০ নিম্ন আয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় তারা ১০০ (একশত) পরিবারের মাঝে ছোলা, চিড়া, খেজুর, মুড়ি, চিনি, সেমাই ও সয়াবিন তেল বিতরণ করেন।
এ বিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকতে।