কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা
- আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ৬৯
বরিশাল সংবাদদাতা:
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি প্রণোদনায় প্রদান করা ভর্তুকির কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন বরিশালের কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরকারের সাথে এসিআই কোম্পানীর চুক্তিতে অতিরিক্ত মূল্য এবং কোম্পানীর অতিরিক্ত টাকার চাহিদা পূরণ করতে না পারায় কোম্পানীর মামলার হুমকিতে দিশেহারা হয়ে পরেছে ভুক্তভোগী চাষীদের পরিবার। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের নাঘার গ্রামের স্বপন বল্লভের ছেলে ভুক্তভোগী কৃষক বাদল বল্লভ ও একই এলাকার যতীন্দ্র নাথ মুহুরীর ছেলে উত্তম মুহুরী জানায়, তারা যৌথভাবে ২০২১ সালের ১২ এপ্রিল উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তারা ধান কাটা ও মাড়াই করার জন্য ২৯ লাখ টাকা মূল্যেও একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন এসিআই কোম্পানীর মাধ্যমে গ্রহণ করে। সেসময় ওই মেশিনের মূল্য নির্ধারণ করা হয় ২৯ লাখ টাকা। এরমধ্যে সরকারের ভর্তুকি রয়েছে ১৪ লাখ টাকা এবং বাকি ১৫ লাখ টাকার মধ্যে তারা ৫ লাখ টাকা অগ্রিম প্রদান করে। তবে তাদের প্রথমে জাপানী মেশিন দেয়ার কথা থাকলেও সেখানে চায়না মেশিন দেয়া হয়। যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশী বলেই তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এসিআই কোম্পানী। ওই বছর ভুক্তভোগী ওই কৃষকেরা বিভিন্ন এলাকার ধান কেটে ৩ লাখ টাকা কিস্তি পরিশোধ করে।