পাইকগাছায় বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১০৭
আজিজুল ইসলাম :
খুলনার পাইকগাছায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ই মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এসময়ে ৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৭ টি বাইসাইকেল ও ১৯ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউ আর সি কর্মকর্তা মো. ইমান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, ইউপি সদস্য এসনোয়ারা সহ আগত সুবিধাভোগীরা।